Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিটিজেন চার্টার

অধিদপ্তর কর্তৃক জনগণকে প্রদেয় সেবাঃ

 

লাইসেন্স ইস্যুঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিন্মে বর্ণিত লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করে থাকে-

 


ক)    উপরোক্ত লাইসেন্স, পারমিট, পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
খ)    আবেদন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্যালয়ে হতে বিনামূল্যে সংগ্রহ করা
যাবে।
গ)    অধিদপ্তরের ওয়েব সাইট www.dnc.gov.bd থেকেও ফরমসমূহ download করা যাবে।
ঘ)    পূরণকৃত ফরম প্রধান কার্যালয়/সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক অফিসে দাখিল করা যাবে।
 
ক্রমিক    নিরাময় কেন্দ্রের নাম    ঠিকানা    দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তার পদবী    ফোন নম্বর
১।    কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়
কেন্দ্র    ৪৪৩, তেজগাঁও, ঢাকা।    চীফ কনস্যালটেন্ট    ০২-৮৮৭০৬২০
২।    চট্টগ্রাম মাদকাসক্তি নিরাময়
কেন্দ্র    ১১৫, পাঁচলাইশ আ/এ,
চট্টগ্রাম।    তত্ত্বাবধায়ক-
৩।    রাজশাহী মাদকাসক্তি নিরাময়
কেন্দ্র    ২০৪/২, উপ-শহর,
ক্যান্টনমেন্ট, রাজশাহী।    তত্ত্বাবধায়ক    -
৪।    খুলনা মাদকাসক্তি নিরাময়
কেন্দ্র    ২, কেডিএ, এভিনিউ,
ময়লাপোতা রোড, খুলনা।    তত্ত্বাবধায়ক    -
ঙ)    পূরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই-বাছাইয়ের পর সরজমিন তদন্তক্রমে উপযুক্ততার ভিত্তিতে
আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করা হবে।
চ)    আবেদন ফরমে উল্লিখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।
ছ)    সকল শর্তাবলী পূরণের পরও মাদকদ্রব্যের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় লাইসেন্স, পারমিট, পাস
ইত্যাদি প্রদান কর্তৃপক্ষের এখতিয়ারাধীন।
জ)    বিভিন্ন প্রকার লাইসেন্স/পারমিটের জন্য বর্তমানে বলবত বিধি/আইন অনুযায়ী বর্ণিত হারে ফি
ট্রেজারী চালানের মাধ্যমে ১০০১ কোডে জমা দিয়ে জমার রশীদ আবেদন ফরমের সাথে দাখিল
করতে হবে। নগদ অর্থ গ্রহণ করা যাবে না।

মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানঃ

অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকাস্থ ৪০ শয্যার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং প্রতিটি ৫ শয্যার
চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা প্রদান করা হয়। নিরাময় কেন্দ্রসমূহের
যোগাযোগের ঠিকানা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নম্বর নিন্মে  উল্লেখ করা হলো-

 

 সংক্ষিপ্ত তথ্য  

 

ক্রমিক   

বিছানার বিবরণ

বিছানার সংখ্যা

মোট অবস্থানকাল   

ভর্তি ফি
বিছানা ভাড়া ও খাবার বাবদ

 পেয়িং ওয়ার্ড ১৫(পনের) টি    ২৮(আঠাশ) দিন   

১০/-

২৮০০/-

নন-পেয়িং ওয়ার্ড    ২৫(পনের) টি    ২৮(আঠাশ) দিন   

১০/-

মাশুল বিহীন

শিশু বিভাগ    ১০(পনের) টি    ২৮(আঠাশ) দিন   

১০/-

মাশুল বিহীন

অফিস সময়সূচী: সকাল ৯টা হইতে বিকাল ৫টা। শুক্রবার ও শনিবার সপ্তাহিক ছুটি।

 

 

বহির্বিভাগের কার্যক্রমের সময় সূচী

 

ক্রমিক    কার্যক্রমের বিবরন    সময় সুচী

১|

নতুন রোগীকে টিকেট দেওয়ার সময়    

সকাল ৯-০০ মিঃ হইতে বিকাল ৪-০০মিঃ

২|

রবিবার ও বৃহ¯পতিবার ছাড়পত্র প্রাপ্ত রোগীর ফলোআপ    সকাল ৯-০০ মিঃ হইতে বিকাল ৪-০০মিঃ

৩|

প্রতি কার্য দিবসে নতুন ও পুরাতন রোগী এবং
অভিভাবকদের কাউন্সেলিং ও ফলোআপ সার্ভিস।   

সকাল ৯-০০ মিঃ হইতে বিকাল ৪-০০মিঃ

 

বহির বিভাগ কার্যক্রমঃ

 

১) প্রতিদিন কেন্দ্রে আগত নুতন রোগীদের ৫/- টাকা মুল্যের টিকেট সংগ্রহের মাধ্যমে
রেজিষ্ট্রেশন পুর্বক
পুরুষ ও মহিলা মাদকাসক্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
২) মেডিকেল অফিসার কর্তৃক ইতিহাস লিপিবদ্ধ ও পরীক্ষা-নিরীক্ষার পর পরামর্শ প্রদান করা হয়।
৩) প্যাথলজিক্যাল পরীক্ষা যথা-রক্তের টিসি,ডিসি,ইএসআর ও প্রস্রাব পরীক্ষা এই কেন্দ্রে করা হয়।
অন্যান্য পরীক্ষা অত্র কেন্দ্রে ব্যবস্থা না থাকায় অন্যান্য সরকারী/আধা সরকারী হাসপাতাল হইতে
করানোর পরামর্শ ে দওয়া হয় ।
৪) রোগী ও অবিভাবকদের প্রি-এডমিশন কাউনসেলিং শেষে রোগী ভর্তির ব্যবস্থা নেওয়া হয় ।
৫) ভর্তির তারিখ প্রাপ্ত/ভর্তির জন্য পরামর্শ দেওয়া রোগীদের সকল পরীক্ষা নিরীক্ষা চিকিৎসক কর্তৃক
যাচাইকরে ভর্তি করা হয়। বাসায় থেকে চিকিৎসা নিতে আগ্রহী রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।
৬) ভর্তিকৃত রোগী ও রোগীর জিনিসপত্র যাচাইকরে রোগীকে ওয়ার্ডে প্রেরন করা হয়।
৭) শুক্রবার/শনিবার ও অন্যান্য সরকারী ছুটির দিন বহিঃর্বিভাগের কার্যক্রম বন্ধ থাকে।
৮) সরকারী,বেসরকারী ও আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক রেফার্ডকৃত রোগীদের সকল পরীক্ষা
নিরীক্ষা যাচাই পুর্বক ভর্তি/ বহিবির্ভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
 
রোগী ভর্তি সংক্রান্ত তথ্যঃ
১) রোগী ভর্তির দিন / সময় নির্দ্ধারিত তালিকা অনুযায়ী রোগীর ব্যবহারের জন্য প্রয়োজনীয়
জিনিস পত্র সাথে আনা আবশ্যক । উচচ মুল্যের জিনিসপত্র সাথে আনা যাবেনা।
২) ধুমপান সামগ্রী/নেশার দ্রব্যাদি সাথে নিয়ে অএ কেন্দ্রে প্রবেশ নিষেধ।
৩) ভর্তিকৃত রোগীর সাথে চিকিৎসার সুবিধার্র্থে দেখা করা নিষেধ।
৪) ভর্তির সময় একজন বৈধ অভিভাবক সাথে থেকে অংগীকার নামায় স্বাক্ষর করিবেন।
৫) রোগী ভর্তির সময় টাকা পয়সা বা খাদ্যদ্রব্য সাথেকরে নিয়ে ওয়ার্ডে প্রবেশ নিষেধ।
৬) ভর্তিকৃত রোগীর ছাড়পত্র প্রদানের দিন সকাল ১১ - ১২ ঘটিকার মধ্যে একজন বৈধ অভিভাবক
রোগীকে বুঝিয়া নিবেন।

আন্তঃ বিভাগ কার্যক্রমঃ
১) মেডিক্যাল, সাইকোলজিকাল,সোসাল ও ¯িপ্রচুয়াল পদ্ধতিসমুহের সমন্বয়ে চিকিৎসা প্রদান
করা হয়।
২) আন্তঃবিভাগের বিভিন্ন কার্যক্রমে রোগীদের অংশগ্রহন বাধ্যতামুলক।